ইজতেমা থেকে ফেরার সময় নিজ দেশে হেনস্থার শিকার ভারতীয় ছাত্র

ইজতেমা থেকে ফেরার সময় নিজ দেশে হেনস্থার শিকার ভারতীয় ছাত্র
বাংলাদেশের টঙ্গীতে বিশ্ব ইজতেমা অংশগ্রহণ শেষে ভারতে ফেরার পথে হেনস্থার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের হুগলী জেলার এম টেক ছাত্র রেজাউল ইসলাম। তিনি এবং তার তিন বন্ধু নদীয়া জেলার গেদে থেকে ট্রেনে চড়েন, তাদের গন্তব্য ছিল কলকাতার শিয়ালদহ স্টেশন। যাত্রাপথে কিছু যাত্রী রেজাউলকে বাংলাদেশি বলে কটূক্তি করে এবং তার ধর্ম নিয়ে অবমাননা করে। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে রেজাউল জানায়, তার শারীরিক নিগ্রহও করা হয়। ঘটনার বর্ণনায় রেজাউল বলেন, নদীয়ার রাণাঘাট স্টেশন থেকে ট্রেনে ওঠার পর বেশ কয়েকজন যাত্রী তাকে লক্ষ্য করে কটূক্তি শুরু করেন। একজন যাত্রী তার ট্রলি ব্যাগ নামাতে বললে, তিনি যখন তা নামাচ্ছিলেন, তখন অপর একজন যাত্রী তাকে ধাক্কা দেন এবং অশোভন আচরণ করতে থাকেন। তার পরই ওই ব্যক্তি এবং তার সহযাত্রীরা রেজাউলের ধর্ম নিয়ে কটূক্তি করে, তাকে বাংলাদেশি আখ্যা দিয়ে বলেন যে, কলকাতা তাদের দখলে চলে যাচ্ছে এবং তাদের তাড়িয়ে দেওয়া উচিত। রেজাউল এই পরিস্থিতিতে তাদের স্পষ্টভাবে জানিয়ে দেন যে, তিনি ভারতের নাগরিক, যেমন তারা। এর পরই শুরু হয় শারীরিক নির্যাতন। রেজাউল দাবি করেন, একজন যাত্রী তার টুপি ফেলে দেন এবং তার চুল ও দাড়ি টেনে ছিঁড়ে ফেলেন। এমনকি কয়েকজন যাত্রী তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি দেয়। তবে, প্রথম যাত্রী যে তাকে ট্রলি ব্যাগ নামাতে বলেছিলেন, তিনি রেজাউলকে রক্ষা করেন। ঘটনার সময় রেজাউলের অন্য বন্ধুদের কাছে কিছু জানা না থাকলেও, তারা পরে এ বিষয়ে অবহিত হন। রেজাউল এই বিষয়ে শিয়ালদহ রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।